তোমার চোখে
তোমার চোখে


আমি মেনে নিয়েছে এ হৃদয়
বহুদিনই পরাজয়।
তোমার চোখের শাসনে
অনুগত্য প্রতিটি স্পন্দনে।
তোমার প্রেম যাচ্ছে বয়ে
তুমি নিও সে কথা জেনে।
শব্দহীন তোমার চোখের আলিঙ্গনে
ছন্দহীন এ জীবনে
ভিড় করে করে কবিতারা।
জীবনটা যতোই হোক দিশাহারা।
যাই সব ক্লান্তি ভুলে, স্বপ্নরা রঙ মাখে।
জীবনকে পাই খুঁজে, বারবার তোমার চোখে