STORYMIRROR

Rajib Ray

Romance

5  

Rajib Ray

Romance

বৃষ্টি

বৃষ্টি

1 min
533

অফিস থেকে বেরিয়ে কালো মেঘের পাল্লা দেখে মন ভোরে গেল।

ট্যাক্সি নেওয়া জেনো নিজকে একটু বেসি সামাই দেওআ।

মন বলছে আজ না, আজ উড়িয়ে ডানা।

একে ছুট ছুটে অই বট গাছে,

দমকা হাওয়াতে ছাতা তা গেলো সোরে , আর দুফোটা জল - 

আমার কপাল চোখ কে ছুয়ে ঠোট হয়ে গলা দিয়ে বয়ে গেলো।

যেন মনে হলো ওই দুফোঁটা জল আমার জন্য রাখা কত অধিকারে যে পেলাম তাকে|

শত বাধা পেরিয়ে সে স্নিগ্ধ করেছে আমাকে. তার প্রত্যেক ছোয়া স্নিগ্ধতার অনুভূতি|

শুধু মনে হলো তুমি সুন্দর. তুমি স্বচ্ছ. তুমি প্রকৃত|

তোমার বুকে মাথা রেখে সব দুঃখ মুছে ফেলা যায়|

ভালোবাসা কেন তোমার মত হয় না?


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

More bengali poem from Rajib Ray

Similar bengali poem from Romance