STORYMIRROR

Atrayee Sarkar

Romance Classics

5  

Atrayee Sarkar

Romance Classics

শীতের রাতে আওয়াজ

শীতের রাতে আওয়াজ

1 min
588

শীতের সন্ধ্যা লাগে রাত্রি

সবাই ঢুকে পড়ে লেপের তলায় তাই তারাতারি 

হঠাত করে আওয়াজ শুনে

ঘুম থেকে উঠে পরে সবাই মিলে 

এ যে ছিল না কোন সাধারণ আওয়াজ 

বাজছিল ঘুঙ্গুরের আওয়াজ 

শ্রীকৃষ্ণের মন্দির থেকে এতো রাতে আসছে ঘুঙ্গুরের আওয়াজ 

সবার কাছে হয়ে গেছিল অবাক জনিয় ব্যাপার 

মন্দিরের দরজা খুলতে

যখন সবাই হল অক্ষম 

প্রচন্ড জোর বাতাস এসে খুলে দিল 

সেই মন্দিরের দরজা তখন 


কৃষ্ণর সেই মন্দিরেতে 

নাচছে মীরা আনন্দেতে 

এ দেখে সবার চোখ হয়ে গেছিল একদম স্থির 


যাকে তুমি ভালবাসবে 

তাকে রেখ হৃদয় মাঝে

যতদূরেই থাকুক না সে

তোমার মনের ভালবাসা বুঝবে নিশ্চয়ই সে।।


আত্রেয়ী সরকার


Rate this content
Log in

Similar bengali poem from Romance