STORYMIRROR

Atrayee Sarkar

Inspirational

4  

Atrayee Sarkar

Inspirational

তুমিই সব

তুমিই সব

1 min
385

দুঃখ থেকে সুখ কি করে পাওয়া যায় 

তা তোমার থেকে শেখা উচিত 


যেমন গরুকে অত্যাচার করলেও 

গরুর মাধ্যমে পাওয়া যায় অনেক দুধ 

 তেমনই তোমায় অত্যাচার করলেও 

তোমার মাধ্যমে পাওয়া যায় অনেক সুখ 


যেমন মুরগীর থেকে ডিম পেয়ে সেই মুরগীর কেটে খায় 

তেমনই তোমার সাথে থেকে, অনেক কিছু পেয়ে 

তোমায়ই ব্যথা দেয় সবাই 


যেমন কোকিলের নেই কোনো বাসা 

তেমনই তোমারো নেই কোনো বাসা 


যেমন দুর্গা ছাড়া দেবলোক হয়ে যতো নষ্ট 

তেমনই তোমায় ছাড়া এ পৃথিবী হয়ে ধ্বংস 


একমাত্র নারীই দিতে পারে মানুষের জন্ম

একমাত্র নারীই মুখ বুজে সব মেনে নিয়ে

পালন করে যায় তার কর্তব্য 


তাও নারীর নেই কোনো বাসা

নয় সে থাকে বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি

অত্যাচারিত হলেও হাসি মুখে সব মেনে নেয় 


যখন নারীর জন্ম বন্ধ হয়ে যাবে

তখন মানুষ বুঝবে 

নারীর স্থান সবার ওপর 


নারী ছাড়া এ পৃথিবীই হয়ে যাবে অচল।।


✍️ Atrayee Sarkar 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational