একটি অণুকবিতা
একটি অণুকবিতা

1 min

420
সত্য সুন্দর
হৃদয় তোমার পুড়তে থাকে ধীরে
নয়ন বেয়ে গলন্ত মোম ধারা
দুঃসহ সব মন খারাপের ভীড়ে
কিসের খোঁজে এমন ছন্নছাড়া?
কল্পনা সুখ জীবন পরিপাটি
তোমার জন্য মিথ্যা মিথ্যা খেলা
এরচে ভালো তুমুল ঝগড়া ঝাটি
আপনজনের ইচ্ছা অবহেলা!!