STORYMIRROR

Satya Sundar

Inspirational

5  

Satya Sundar

Inspirational

একটি অণুকবিতা

একটি অণুকবিতা

1 min
527


 

সত্য সুন্দর

হৃদয় তোমার পুড়তে থাকে ধীরে

নয়ন বেয়ে গলন্ত মোম ধারা

দুঃসহ সব মন খারাপের ভীড়ে

কিসের খোঁজে এমন ছন্নছাড়া?

কল্পনা সুখ জীবন পরিপাটি

তোমার জন্য মিথ্যা মিথ্যা খেলা

এরচে ভালো তুমুল ঝগড়া ঝাটি

আপনজনের ইচ্ছা অবহেলা!!



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational