একটি অণুকবিতা
একটি অণুকবিতা


সত্য সুন্দর
হৃদয় তোমার পুড়তে থাকে ধীরে
নয়ন বেয়ে গলন্ত মোম ধারা
দুঃসহ সব মন খারাপের ভীড়ে
কিসের খোঁজে এমন ছন্নছাড়া?
কল্পনা সুখ জীবন পরিপাটি
তোমার জন্য মিথ্যা মিথ্যা খেলা
এরচে ভালো তুমুল ঝগড়া ঝাটি
আপনজনের ইচ্ছা অবহেলা!!