STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

দূষিত পরিবেশে

দূষিত পরিবেশে

1 min
580


দূষিত পরিবেশে      Prompt - 6

মানিক চন্দ্র গোস্বামী


বর্ণময় প্রকৃতির পূর্ণতা ছিল আপন সম্ভারে,

বিলিয়ে ছিল মনের খুশি ভাঁড়ার উজাড় করে।

সবুজ বনানী এনে ছিল প্রাণ জীবনের সংসারে, 

পশু, পাখি ছিল বাঁধনছাড়া, কেউ ছোটে কেউ ওড়ে।

মুক্ত ছিল দূরের আকাশ, বাতাসে ছিল না বিষ,

দিবস কালে আলোর খেলা চলতো অহর্নিশ।

রাতের আকাশে তারার মেলা, জোৎস্নার মধু হাসি,

ঘরের আঁধার মেটাতো জোনাক, দিয়ার আলোক রাশি।

সময়কালে বৃষ্টি ধারায় সিক্ত হতো মাটি,

ফসল যতো উঠতো গোলায়, সোনার চেয়েও খাঁটি।


এমন রূপটি আমার দেশের হঠ

াৎ বদলে গেলো,

কাটা পড়লো শয়ে শয়ে গাছ, রুক্ষতা জন্মালো।

পশুরা হারালো শান্তির বন, পাখিরা হারালো বাসা,

উন্নয়নের নামে মানুষ ভুলে গেলো ভালোবাসা।

তৈরি হলো ইমারত কতো, কংক্রিটেরই শহর,

মাটির ওপর ঢালাই হলো, বাড়লো গাড়ির বহর।

তৈরি হলো কলকারখানা, বাড়লো শব্দদূষণ,

ধুলো, ধোঁয়ায় দূষিত বাতাসে জীবের হলো মরন।

প্রশ্বাসে বিষ পাচ্ছে শরীর, রোগ বাড়ছে ঘরে,

ওজোন স্তরে ছিদ্র হয়ে তাপমাত্রা বাড়ে।

পরিবেশটা নষ্ট করে ধ্বংসের পথে মোরা,

এগিয়ে চলেছি শেষের দিকে, চোখ বাঁধা এক ঘোড়া।

বন্ধ হোক বনানী নিধন উন্নয়নের নামে,

একটা কাটলে দশটা লাগাও দূষিত এ ধরাধামে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics