STORYMIRROR

Moumita Mondal

Classics

4  

Moumita Mondal

Classics

রবিপ্রণাম..

রবিপ্রণাম..

1 min
785


আমার রবি আকাশ বাতাস জুড়ে

আমার রবি বাউল সুরে লেগে

আমার রবি বুকের অন্তঃপুরে

আমার রবি বিরহী রাত্রি জেগে.... 


আমার রবি নাম-না-জানা পথ

আমার রবি গভীর গোপন ব্যথা

আমার রবি মহাকালের রথ

আমার রবি বৈশাখী আকুলতা.... 


আমার রবি জ্যোৎস্না মাখা চাঁদ

আমার রবি ভৈরবী মূর্ছনা

আমার রবি অন্যায়ে প্রতিবাদ

নিভৃত পথে রবির আনাগোনা.... 


আমার রবি অজানা ফুলের সুবাস

আমার রবি স্বপ্ন,, সোনার তরী

রবীন্দ্রনাথ নিঃশ্বাস প্রশ্বাস

রবীন্দ্রনাথ মল্লার, আশাবরী....


আমার রবি গোপন অভিসার

আমার রবি মনকেমনের সুরে

শ্রাবণমেঘে ফিরে আসে বারেবার

ফোটায় ফোটায় ভানুসিংহ ঝরে....


আমার রবি প্রাণ যোগ করে প্রাণে

রবি ঠাকুর না-বলা-কথার আভাস

রবির পরশ কবিতা ছবি গানে

আমার বুকে বেঁচে থাকে বারোমাস....


Rate this content
Log in

Similar bengali poem from Classics