ছাদ..
ছাদ..
ছাদ খুঁজে যায় একলা মেয়ে
হাপিয়ে ওঠে শ্বাস,
ছাদ মানে তার বুকের খাচায়
ভালোবাসা, বিশ্বাস।।
ছাদ মানে, তার মাথার উপর
বাবার হাতের ছোঁওয়া,
ফুরিয়ে যাওয়া অক্সিজেনে
আবার ভরিয়ে দেওয়া।।
ছাদ মানে, তার ফুরোনো চোখে
পারতে শেখার সুর,
শরীর যখন বলছে তাকে
হারাব বহুদূর।।
ছাদ মানে, তার হলুদ আঙুল
যখন সবুজ চায়,
ঠিক তখনই হাতের পাঁচিল
সীমান্ত ওঠায়।।
একলা মেয়ে ছাদ খুঁজে যায়
ফুরিয়ে আসে শ্বাস,
চোখের পাতায় ঘুমের বসত
বুকে খোঁজ বারোমাস।।