বিদ্যাসাগর..
বিদ্যাসাগর..


বিদ্যেবোঝাই বিদ্যাসাগর
তোমায় ভেঙে দিল?
বুকের পাটায় কেমন করে
এমন সাহস এল??
অক্ষর জ্ঞানে পরিচিত হয়ে
তোমায় ভুলল শেষে?
হায় রে পোড়াকপাল আমার
বাস করি কোন্ দেশে??
বাঙালি জাতি ভুলে গেছে কি
মেরুদন্ডের টান?
মুখ ঘুরিয়ে সইতে শিখেছে
এত বড় অপমান??
হায় রে আমার বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ সুভাষ,
বাঙালিরা আজ কোন্ অভিশাপে
শাপগ্রস্ত দাস??
আলো দেখাও হে বিদ্যাসাগর
ক্রোধান্ধ যার চোখ,
বাঙালি আবার গর্জে উঠুক
মুছে যাক তাপ শোক...
উন্নত শির, অদম্য বল
মেরুদন্ডের টান,
হৃত গৌরব আসুক ফিরে
বাজুক জয়গান..
বেজে উঠুক জয়গান...