STORYMIRROR

Puja Paulchowdhury

Abstract Inspirational

5  

Puja Paulchowdhury

Abstract Inspirational

ভবিষ্যতের ভাবনা

ভবিষ্যতের ভাবনা

1 min
516

আমরা কেমন যেন হঠাৎ করেই অনেকটা বড় হয়ে যাই, 


খেলার টিকিট, সিনেমার টিকিট একসময় এগুলো যেন একটু বিরক্ত করে আমাদের, 


মনে হয় থাক না এসব, 


কোন ড্রেস পছন্দ হওয়ার পরেও মনে হয়, না এটা সামনের মাসে নেব। নতুন পুরনো এসবে আর কি যায় আসে ;


আসলে এভাবেই আমরা বড় হয়ে যাই, আমরা বুঝতে পারি না কেন আমাদের ভালোলাগা গুলো এভাবে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে


আমরা পালিয়ে বেরাই, নিজের থেকে। 


আমাদের ভয় হয়, আমাদের মুখের চেনা হাসিটা উধাও হয়ে যায়, 

আমরা কাউকে আকরে ধরে বাঁচতে চাই, 


শান্তি খুঁজি, সেই ছোটবেলায় ঘুমোতে যাওয়ার পরেই ঘুমিয়ে পরার শান্তি! 



ঘড়ির কাঁটায় দেড়টা, দুটো.... 

সময় এগিয়ে যায়,,,, 


আমাদের মনে ভিড় করে একগুচ্ছ চিন্তা, ভবিষ্যতের ভাবনা 


কি নেই আর কি আছে, হিসেব মেলে না...


অন্ধকারেও একটু আলোর প্রয়োজন, বা শক্তিমানের মতো কোন শক্তির!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract