কলমে না বলা কথারা
কলমে না বলা কথারা
জানিস আমার বলা হাজার কথার মধ্যে
আড়াল ছিল অনেকখানি,
জানিস তোর দূরে যাওয়ার মধ্যে
প্রতিমুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি আমি;
যেদিন ফোনে জানালি বিদেশ যাচ্ছিস তুই-
বুঝেছিলাম আমার মনের সঙ্গোপনে
অব্যক্ত অনুভুতি যত
অপ্রকাশিতই থেকে যাবে হয়ত।
তবু সাহস করে তোর বইয়ের মাঝে,
প্রপোজ ডে তে লিখেছিলাম লাল পেনে
তোর হাসি,মনখারাপ,খামখেয়ালিপনা,
সবটাকেই ভীষণ ভালোবাসিরে...
চিরদন আমার হয়ে থাকবি,বাসবি ভালো আমায় আমার মন্দ ভালো সবটাকে গ্রহণ করবি রে ?