ভালোবাসা ও সমতা
ভালোবাসা ও সমতা


ভালোবাসা পূর্ণতা পাক বাধা বিঘ্ন ঠেলে
ভালোবাসা মর্যাদা পাক জাতি, ধর্ম ভুলে
ভালোবাসার দিনগুলি হোক বিশ্বাসে ভরা
ভালোবাসা - মন্দবাসায় পথ হোক চলা
ভুল ত্রুটি, বোঝাপড়া মিটমাট করে
ভালোবাসা এগিয়ে চলুক সীমানা ছাড়িয়ে
সম্পর্কের গভীরতায় থাকুক সম্মান ও শ্রদ্ধা
হিংসা, দ্বেষ, রেষারেষি, বিভেদ ভুলে
সকলেই হয়ে উঠুক যোদ্ধা
ভালোবাসার মানুষকে তাই আঘাত না দিয়ে
ভরসা দাও থাকবে সাথে,একসাথে যাবে এগিয়ে
সকলের জীবনে নেমে আসুক ভালোবাসার বৃষ্টি
পৃথিবীটাকে করে তুলুক ভালোবাসাময় এক সৃষ্টি
কন্যা পুত্র সবাই সমান ভালোবাসা পাক
একটি দিনে নয়,ভালোবাসার দিন সারাবছর থাক।