আত্মজ
আত্মজ




দুষ্টু মিষ্টি আবদারে,
ছোট্টো ছোট্টো বায়নাতে
সারাবছর করিস আমায় ক্লান্ত।
সকালে স্কুলে যাওয়া থেকে
রাতে ঘুমাতে যাওয়া অবদি
বকবক করে আমার কাজ
ভুলিয়ে দিতিস ক্রমাগত ।
হাজার ঝক্কি খাওয়া দাওয়াতে
বহু বাচ বিচার,
মাঝে মাঝেই রেস্টুরেন্টের স্বাদ
যেন নিতেই হবে তার
হাত শুন্যি হলে বলতে আসিস
পকেটমানি চাই আবার
আমার জন্য দরকারি সব
এমন মনে রাখিস যেন আমি না,তুই মা আমার
প্রথম মাইনের সব টাকাটা আমার হাতে দিয়ে জড়িয়ে ধরে বলেছিলি আমায় হ্যাপি হাগ ডে
এসব আমি বুঝিনা বাপু, শুধু বুঝি এটাই
তোকে জড়িয়ে এভাবেই আগলে রাখতে চাই।