STORYMIRROR

Puja Paulchowdhury

Romance

2  

Puja Paulchowdhury

Romance

শুভলগ্ন

শুভলগ্ন

1 min
352


আমি সেদিন একলা ছাদে 

অন্ধকারে গভীর রাতে

হঠাৎ বৃষ্টি ফোটা ফোটা 

দেখি তোর ঘরের জানলা খোলা 

বাড়ি শুদ্ধ আলোর রোশনাই

কাল তোর বিয়ে 

ছাদনাতলায় দেখা হবে 

সেই ছোট্টবেলার পুতুল খেলা

বর আর বউএর 

হাজার লড়াই, ঝর ঝাপটা

দীর্ঘ দশটা বছর 

আরি ভাবের সময় শেষে 

হবি মোর আপন 

আর মাত্র কিছু ঘন্টা 

আমরা হব এক 

ভালোবাসার দিনে কি আর দেব উপহার

'তুই' ছেড়ে নয় এবার থেকে 'তুমি' ডাকব, বেশ?

শুধু ভ্যালেন্টাইন ডে টেই নয়, সারাজীবন রাখব খেয়াল তোর খুশি, আনন্দে। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance