শুভলগ্ন
শুভলগ্ন


আমি সেদিন একলা ছাদে
অন্ধকারে গভীর রাতে
হঠাৎ বৃষ্টি ফোটা ফোটা
দেখি তোর ঘরের জানলা খোলা
বাড়ি শুদ্ধ আলোর রোশনাই
কাল তোর বিয়ে
ছাদনাতলায় দেখা হবে
সেই ছোট্টবেলার পুতুল খেলা
বর আর বউএর
হাজার লড়াই, ঝর ঝাপটা
দীর্ঘ দশটা বছর
আরি ভাবের সময় শেষে
হবি মোর আপন
আর মাত্র কিছু ঘন্টা
আমরা হব এক
ভালোবাসার দিনে কি আর দেব উপহার
'তুই' ছেড়ে নয় এবার থেকে 'তুমি' ডাকব, বেশ?
শুধু ভ্যালেন্টাইন ডে টেই নয়, সারাজীবন রাখব খেয়াল তোর খুশি, আনন্দে।