এবং প্রতিজ্ঞা
এবং প্রতিজ্ঞা


বন্ধু তুই ভালো থাকিস, ভুলিস না আমায়,
পাশে নাইবা থাকিস তবু ছেড়ে যাস না আমায়।
হাজার জেদ, অভিমান সহ্য করেও তুই
বন্ধু হয়েই থাকিস আমার একমাত্র সই
জানি জীবনের পাতা উল্টাতে গিয়ে
পিছনে চলে যাব আমি
স্মৃতির পাতা পিছনে ফিরিয়ে
একবারটি করিস মনে
আমার দেওয়া,কার্ড,ফ্রেন্ডশিপ ব্যন্ড
চকলেটের র্যপার আর
প্রমিস ডে টে লেখা নোটগুলো
এভাবেই রেখে দিস আজীবন
যদিও বা হারিয়ে যায় কখনো
একটিবার দেখা করিস, প্রমিস আবার
শূন্য থেকে শুরু করব স্মৃতির পাতা ভরা,
তোর জন্য সব পারি বলতে নেই দ্বিধা।