STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

5  

Manik Goswami

Classics Fantasy

চোরাঘূর্ণি

চোরাঘূর্ণি

1 min
500


চোরাঘূর্ণি

মানিক চন্দ্র গোস্বামী


জীবন নদীর বুকের মাঝে লেগেছে ঘূর্ণিপাক,

সে যে চরম দুর্বিপাক,

সুখ স্বপ্নেরা হতবাক । 

চোরাঘুর্ণির পাকের দাপটে শরীরে ঘিরেছে পাঁক।


আকাশ জুড়ে মেঘ জমেছে, নামবে বারিধার,

কথা শোন তোরা আর,

করিস নে পারাপার,

এখুনি সজল বৃষ্টির তেজে ভরে যাবে জলাধার।


পাড়ের মাটির বুক দুরু দুরু, বৃক্ষপত্রে কাঁপন,

দখিনা হাওয়ার মাতন,

জলেতে ঢেউয়ের নাচন,

ঝড়ের আগাম বার্তা নিয়ে বিহগ খোঁজে নীপবন।


ওলো মাঝি তোরা ফিরে আয় ঘরে, গুটিয়ে তোল না জাল,

চরম দুঃখের কাল,

ছিঁড়ে গেছে নাও-পাল,

শুকনো মুখে পথ চেয়ে প্রিয়ে, অশ্রু সিক্ত গাল।


সংসার মাঝে ঘূর্ণির পাকে উথালি হৃদয়ে ভয়,

ঘিরে ধরে সংশয়,

ঘটে যদি কোনো লয়,

জীবিকার খোঁজে প্রিয়জন মোর কত না কষ্ট সয়।


Rate this content
Log in