STORYMIRROR

Soma Halder

Classics Others

4  

Soma Halder

Classics Others

হে উৎকল্ পতি

হে উৎকল্ পতি

1 min
331

হে উৎকল্ পতি , 

হে বিমলারও পতি !!

হে বিশ্বেশ্বর জগন্নাথ , 

হে আদি অনাথেরও নাথ !! 


বাৎসরিক কল্পে দুলিতে দুলিতে , 

রথে চড়িয়া যাও তব মাসির বাড়িতে !!

তব সঙ্গে থাকে , তব ভাতৃ ভগিনী ;

রেখে যাও শুধু তোমার বিষ্ণুবিলাশিনী !!

এ কি তব বিচার , যাহাকে তুমি চক্ষে হারাও ;

এই কয় দিবস তুমি , তাহারেই ভুলিয়া আনন্দে মাদিত হও !!


রথের রশিতে পড়িলে টান , 

ভক্তগণ মাঝে তব রহিবে মান !!

এই উপলক্ষে ভক্তগণ পাবে তব কৃপাদৃষ্ট , 

তবে হে রমাপতি , এই জগৎ যে তোমার আল্লাদিনী শক্তির সৃষ্ট !!

পিতৃ কৃপা যদি সন্তান চাহে , 

তবে মাতৃ কৃপা কেন নহে !!


রথের রশিতে উল্টা টান পড়িলে , 

আবার তুমি আসিবে নাচিতে নাচিতে !!

হে ভগবত , ভুলিয়া থাকিলে তব আনন্দ মিলনে ; 

তব ভগবতী জ্বলিল , বিরহ অনলে !!

হে পুরুষোত্তম , তব ভুবন ভোলানো হাসি লইয়া ; 

আসিবে তুমি , রসের হাঁড়ি বহিয়া !!


আহ্লাদ করিয়া বলবে তুমি , মোর প্রাণাধিকা রমা ;

দয়া করিয়া , মোরে শেষবারের মতো করো ক্ষমা !!



Rate this content
Log in

Similar bengali poem from Classics