অধিকার
অধিকার
যেই শব্দগুলো পাঁজরের ভেতর,
ভয়-পাওয়া পায়রার মতো বক-বক করে –
ডানা ঝাপটায়, খুটে খায় –
পৌঁছে দেব তাদের কলমের ঠিকানায়!
তারা যে আসলে,
সেজে-গুঁজে কবিতা হতে চায়!
চৌকো সাদা ঘরে আবদ্ধ থেকে,
আঁকতে চায় রঙিন ঠোঁট,
ঠোঁটের শব্দ, ঠোঁটের বাঁকা –
তার সাথে শব্দের ফুলঝুরি!
তাদের ভালো লাগে কি,
বুকের গুমোট ঘরে?
তাদের কলমের ডগায় পৌঁছে দেওয়া,
আমার নৈতিক, বা খানিকটা নাগরিক –
অধিকার বলে মনে হয়!