আমি বলে কেউ নেই
আমি বলে কেউ নেই
কথাটা তোমায় বলা হয়নি,
বলা হয়ে ওঠেনি,
সাহস করে বলতে পারিনি,
অবশ্য, প্রয়োজনও বোধ করিনি বলার,
তাছাড়া, বলতে গিয়েও হয়নি বলা;
তুমিও তো জানতে চাওনি,
চেষ্টা করোনি জানার;
তবে এবার বলতে হবে;
হাতে সময় খুব কম;
মেনে নিতে হবে তোমায়,
যে কথাটা এতদিন হয়নি বলা,
এবার বলবো তোমায়,
তা হলো যে -
আমি বলে কেউ নেই|

