নীলাঞ্জনা
নীলাঞ্জনা
লালচে গন্ধ মেখে আছো নীলাঞ্জনা,
আজ তুমি নীল রং নয়|
দেহ জুড়ে তুমি এঁকেছো আগুন,
নীল রঙের নরম বহ্নিশিখা|
ছেঁড়া আগুনের নকশা সারা শরীর জুড়ে|
তোমার গোপন যন্ত্রণা,
নিভৃত পাখির নীড় তোমার নীলাঞ্জনে!
উষ্ণতা নীড়ের প্রত্যেক কণায়,
আকাশের প্রত্যেক ভাঁজে|
তোমার চিত্রপটে ভেসে আছে অসংখ্য পাখি,
এক আকাশ পাখি আছে ছেয়ে আকাশের নীল নীড়ে!
ভুলে গিয়ে একদিন নীড়ের কথা,
তুমি যাবে উড়ে আকাশের দূরত্বে!
নিখোঁজ হবে অন্য ঠিকানায়|
আসবে না ফিরে আর কোনোদিন,
আমার নীলাঞ্জনের নীরব নীড়ে –
নীড়ের শূন্যতা ভরা আকাশে|

