STORYMIRROR

Ratnadeep Pramanik

Romance Fantasy

4  

Ratnadeep Pramanik

Romance Fantasy

জীবনবাসনা

জীবনবাসনা

1 min
286

যদি জীবন মেঘলা বিকেল হয়ে থেকে যেত শুধুই? সূর্যাস্তের পরে দেওয়াল ঘড়ি থেমে যেত যদি!

কুয়াশার ঘোলাটে গন্ধ মেখে থাকতো চারিপাশ, আর সমস্ত ছবি আবছা হয়ে যেত|

ভেজা মাটির সোঁদা গন্ধ ভেসে আসতো নরম হাওয়ায়, ঝিঁঝির ডাকে হারিয়ে যেত সব কথোপকথন!

ময়লা মেঘের দল ‘বৃষ্টি’ সেজে পৃথিবীর বুকে ভেসে আসতো, জীবন যদি একটা বর্ষাকাল হতো?

চোখ মেলে দেখতাম তুষারমেলা| কয়েক ফোঁটা জল দিয়ে গড়ে তুলতাম একটা ক্ষুদ্র মহাসাগর!

আবার মনে হয়, জীবন যদি একটা শরৎকাল হতো? শব্দহীন হিমের ম্লান হাসি শুনতাম নীরবে!

চাঁদ ভেঙে রুপো বিলতো উদার আকাশ, জলের টুকরো চকচক করতো পাতায়-পাতায় সন্ধ্যেবেলায়|

আর সব শেষে কুয়াশা এসে ভেজাতো মন| আষাঢ়-শ্রাবণ-শরৎ মিলেমিশে একাকার হয়ে যেত!


Rate this content
Log in

Similar bengali poem from Romance