চক্কর দিতে দিতে করে চক্রান্ত
চক্কর দিতে দিতে করে চক্রান্ত
চক্কর দিতে দিতে করে চক্রান্ত,
কাজে কই মন তার, করে ভুলভ্রান্ত;
দিন শেষে হয় সে অবশেষে ক্লান্ত -
যদি এতটুকু থিতু হয়ে বসতো সে শান্ত!
করে শুধু রাতদিন, হাঁটাহাঁটি বকবক -
খেতে ভালো বাসে সে তিতকুটে টকটক;
টেকো তেলে মাথা তার করে যেন চকচক,
খুব রেগে বসলে, ফুঁসে যায় ফকফক|
