নতুনের দাবি
নতুনের দাবি
হোক শুরু সব কিছু নতুন করে, নতুন করে প্রকৃতি রং আঁকুক সবুজ;
সূর্যের রং আগুন থেকে লাল-হলুদ হোক আবার,
চাঁদ যেন রোজ রাতে পৃথিবীতে আসুক! হোক শুরু সব কিছু নতুন করে,
সময় করুক শুরু যাত্রা নতুন, পথিকের পথ চলা আরম্ভ হোক,
নবরূপে ফের সংলাপ লিখুক বিধাতা!
হোক শুরু সব কিছু নতুন করে, চলো সকলে মিলে ধরি আনন্দের গান,
তোমার সাথে সুর মিলিয়ে তাল, নতুন করে হোক শুরু যাত্রা আবার!
হোক শুরু সব কিছু নতুন করে, বর্ণপরিচয়ের হাত ধরে হাতেখড়ি,
খেলার মাঠে দেখা হোক রোজ বিকেলে, ফেলে আশা দিনগুলি
বাঁচি নতুন রঙে! হোক শুরু সব কিছু নতুন করে,
ভালোবাসা মেখে থাকুক নরম সকাল, সারাদিন যাক বয়ে
স্নিগ্ধ হাওয়া শান্ত, নতুন লেখায় কবিতার খাতা ভরে যাক!
