কবিতার খাতা অনায়াসেই যাবে ভরে সেদিনও
কবিতার খাতা অনায়াসেই যাবে ভরে সেদিনও
আজকের ক্লান্তির বোনা বীজ বৃহৎ বৃক্ষ হবে যেদিন,
জীবনের দুয়ারে পড়বে এসে সময়ের গোধূলি রং,
কয়েক বছর নীরব লড়াইয়ের পরে,
শান্ত হওয়ার পর,
যখন সময় থমকে যাবে,
তখন দেখা হবে তোমাতে-আমাতে|
তুমি সেজে থাকবে সবুজ-নীল সুতির কাপড়,
আর আমার গায়ে থাকবে লেগে মেঠো পথের শুকনো কাদা;
দেখা হবে আমাদের নরম আলোর ঘরে,
যেখানে জোনাকির দল আসবে প্রায়,
রঙের গন্ধ ছড়িয়ে দিতে -
করুণার হলুদ রং|
সেদিন তুমি নিশ্চয় সাজবে বসন্ত রঙে,
মন মাতাতে আঁকবে আকাশে আঁকাবাঁকা রামধনু;
দৃষ্টির খাতায় ছড়িয়ে দেবে শীতল আভা,
যা তুমি আজ আমায় দিতেছ সর্বক্ষণ|
সেদিনও সাদা-খয়েরি পায়রা,
বার্তাবহ সেজে আসবে উঠোনে;
অপরাজিতা নীল আলো ভাসিয়ে দেবে চারিপাশে;
মাছরাঙা আসবে ফিরে এই নদীর অতিথি সেজে,
অলিখিত শব্দ রূপ নেবে আপনা থেকেই,
কবিতার খাতা অনায়াসেই যাবে ভরে সেদিনও|

