STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

4  

Ratnadeep Pramanik

Abstract Romance

ভেজা জ্যামিতি

ভেজা জ্যামিতি

1 min
281

কে আছে বসে ওপাড়ে,

দেখে যাকে তুমি আঁকছো কালো?


শুঁয়োপোকা সেজে বসে আছি,

তুমি মাটির গন্ধ মেখে নাও চামড়ায়;

ঠিকানা তোমার ভেজা মেঠো ঘাসে,

আমি তৃণ, কিংবা ঘাসফুলে মোড়া|


রেগে যাই ক্যাকটাসের মতো,

কখনো খোঁচাই তোমার বুক;

নরম সূক্ষ আঘাত তোমার,

ভেজা জ্যামিতির আকারে কিংভূত!


দুর্বল তোমার প্রত্যেক কোষ,

নিঃশ্বাসের নিঃশব্দ চাপা আন্দোলন;

শৃঙ্খলতার চাবি ভেঙে আমি,

সাজি তোমার মধ্যে কালো ছায়া!


অবশেষে আমি শুঁয়োপোকার আদলে,

তোমার মৃত্তিকায় কুঁকড়ে যাই!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract