ছোঁয়াচে রামধনু
ছোঁয়াচে রামধনু
আকাশের চিত্রপটে আঁকা কয়েক টুকরো ছেঁড়া মেঘ,
অজানা কারণে ভেসে তারা তারার মতো;
ছোঁয়াচে রামধনু ছেয়ে সারা আকাশ জুড়ে,
লাল-হলুদ বহ্নিশিখার ছবি পুকুরের জলে;
সাদা বক উড়ে যায় দৃশ্যের এক কোণ থেকে আরেক,
খানিক দূরে গিয়ে মিশে যায় আকাশের নীল-সাদা ক্যানভাসে;
বাধ্য পাখির দল সন্ধের বার্তা নিয়ে ফিরে আসে চেনা উঠোনে;
শিশিরের গন্ধে ভিজে যায় ঘাস;
সন্ধ্যের বাতাসে কাগজের টুকরো ও জোনাকির আলো দেখা যায়|
