মন
মন


শুনেছো কখনও শুকনো পাতার দীর্ঘশ্বাস?..
অনুভব করেছো কখনও উত্তুরে হাওয়ার
একাকীত্ব?..
বুঝতে পেরেছো কখনও নদীর জলের সাথে বৃষ্টির ফোঁটার কথা বলার আকুতি?..
এবার তবে ভাবো একবার,
পাগল মন কেন ছুটে চলে মনের সন্ধানে...
বৃষ্টি, সে তো ঝরে সবজায়গায়,
কিন্তু নদী ছাড়া তার কথায়
অমন করে কে আর দেয় সাড়া বলো?..
কোন নিরেট জায়গায় পড়লে তো ,
সাথে সাথেই জানান দিয়ে দেয় তার অপছন্দের কথা, বেরসিকের মতো আওয়াজ করে,
তেমনই যেন হাজারো মনের সাথে পথ চলতে
চলতে , অনুভূতিহীনতার সাথে ঘষা খেতে খেতে,
মন তবু খুঁজে চলে,আশা ভরে বুকে,
যদি পেয়ে যায় এক মন...
যে আপন করে নেবে তাকে, নদীর জলের মতো,
অনুভূতিশীলতা আর সংবেদনশীলতা দিয়ে...
তখন সে মনে মিশে যেতেও বাঁধা থাকে না আর,
বৃষ্টির ফোঁটার মত....!