অমর শঙ্খ
অমর শঙ্খ


ঝড়ের আগে যে শঙ্খ নিনাদ জাগায় বরাভয়,
দেয় উড়িয়ে বিজয়নিশান রুখে দিয়ে অন্যায়,
সেই শঙ্খ স্তব্ধ আজি, মর্মাহত ধরা,
মর্মে শঙ্খ বাজাও সবাই, জাগাতে বসুন্ধরা।
রয়ে যাক সেই সুর অমলিন, কালের পরম্পরায়,
শঙ্খ থাকুক অমর হয়ে, ন্যায়ের প্রতিষ্ঠায়...