STORYMIRROR

Santana Saha

Classics Inspirational

3  

Santana Saha

Classics Inspirational

অমর শঙ্খ

অমর শঙ্খ

1 min
233


ঝড়ের আগে যে শঙ্খ নিনাদ জাগায় বরাভয়,

দেয় উড়িয়ে বিজয়নিশান রুখে দিয়ে অন্যায়,

সেই শঙ্খ স্তব্ধ আজি, মর্মাহত ধরা,

মর্মে শঙ্খ বাজাও সবাই, জাগাতে বসুন্ধরা।

রয়ে যাক সেই সুর অমলিন, কালের পরম্পরায়,

শঙ্খ থাকুক অমর হয়ে, ন্যায়ের প্রতিষ্ঠায়...


Rate this content
Log in

Similar bengali poem from Classics