STORYMIRROR

Santana Saha

Abstract Others

3  

Santana Saha

Abstract Others

অসমাপ্ত গোধূলী

অসমাপ্ত গোধূলী

1 min
227

একটা অসমাপ্ত গোধূলী,

শূন্যে জড়ো করতে থাকে,

আমার সব অনুভূতিগুলোকে...

আর সময় সুযোগ মত ভাসিয়ে দেয়,

মেঘেদের জোয়ার-ভাঁটার টানে...

তারপর শুধু স্রোত, স্রোত, স্রোত,

সময়স্রোত...

সেই স্রোতে ভেসে কখনও কি,

আমার অনুভূতিগুলোরও ঘটে রূপান্তর?...

জানি না...

হয়তো তখন সেই হারানো অনুভূতিগুলোকেই

হাতড়ে বেড়াই...

আমার দশটা আঙুল ছুঁতে চায় সেই অসমাপ্ত

গোধূলীটাকে, যেখানে জড়ো করে রাখা ছিল ওরা...

তবে অভিযোজনের দুনিয়ায় টিঁকে থাকতে গেলে,

অনুভূতিগুলোকে যে পরিমার্জিত করতে হয়,

বুঝে গেছি আমি।

তাইত জ্ঞানে বা অজ্ঞানে, আমার নিষ্পাপ

অনুভূতিগুলোর উপর লাগিয়ে যাই,

বিচক্ষণতা আর দূরদর্শিতার মাস্কারা,

সমাজে ওদের বিক্রয়োপযোগী করে তোলার জন্য...


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract