আজ পালক খসার দিন
আজ পালক খসার দিন
আজ পালক খসার দিন...
অবিরাম অ্যাম্বুল্যান্সের বুকফাটা আর্তনাদ,
হাতুড়ির মত আঘাত করে, পেরেক পুঁতে চলেছে,
সমস্ত সাবলীলতা আর প্রাণবন্ততার বুকে...
চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে,
সমস্ত উচ্ছ্বাস, সমস্ত স্বতঃস্ফূর্ততা...
বার বার যেন বলে যাচ্ছে,
কি করে ভালো আছো তুমি?
আজ কি ভালো থাকার দিন?...
আজ যে ভালো থাকতে নেই,
আজ যে পালক খসার দিন...
পালকগুলো খসে পড়ার সময় ,
হ্যাঁচকা টানে ছিঁড়ে দিয়ে যাচ্ছে,
সম্পর্কের রঙিন সুতোগুলোকে...
চোখের কোণদুটো চিকচিক করে উঠছে
পঙ্গু হয়ে যাওয়া সম্পর্কগুলোকে দেখে...
একটা একটা করে সব পালকগুলো খসে
বেরিয়ে আসছে মানবিকতার কদর্য, নগ্ন চেহারা!
অবচেতন মন বলে যাচ্ছে,
ভালো থাকবে না,
ভালো থাকবে না তুমিও...
এ যে পালক খসার মরসুম ...
