STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Classics Inspirational

5  

Orpita Oyshorjo

Tragedy Classics Inspirational

অপেক্ষার প্রহর

অপেক্ষার প্রহর

1 min
4.7K

তোমার আমার দেখা হবে না অনেকদিন 

চিঠির প্রতিটা পাতায় কলমের কালি গুলো ছড়িয়ে ছিটিয়ে রবে  

না তুমি আমাকে খুঁজবে না আমি তোমাকে খুঁজবো 

তবে একদিন হঠাৎ করেই কোন সন্ধ্যে বেলায় দেখা হবে তোমার আমার 

তোমার চেনা ঘ্রাণে, মিশে রবে আমার প্রানে 

ঠোটে লেগে থাকা ঈশান কোণে

অপেক্ষায় কেটে যাবে বহু বছর 

সাক্ষী থাকবে পাহাড় পর্বত, সমুদ্র, অচেনা , চেনা নগর

তবে  যদি কখনো তোমার মনে হয়

শহরে এতো এতো পরিচিত মুখ আর মুখোশের ভীড়ে তুমি খুব একা 

যদি তোমার মনে হয় অগোছালো জীবনটাতে

গুছিয়ে দেওয়ার মতো তোমার কেউ নেই 

কিংবা রাত শেষে সকাল হওয়ার পর এক কাপ চা হাতে নিয়ে পাশে বসার তোমার কেউ নেই।

তবে তুমি মনে রেখো,

একটা কেউ তোমার অপেক্ষায় আছে,

যে নিজের সমস্তটা দিয়ে শুধু তোমাকে ভালোবাসে 

অপেক্ষায় থাকো সেই সন্ধ্যেটা আবার আসবে ।


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Tragedy