STORYMIRROR

Manjula Acharya

Tragedy

5  

Manjula Acharya

Tragedy

নিষিদ্ধ এলাকা

নিষিদ্ধ এলাকা

1 min
1.4K

ইচ্ছে না করলেও আয়নার সামনে দাঁড়াই

চুল বাঁধি পাউডার পাফ মুখে গলার চারদিকে বুলিয়ে আনি 

তবুও চোখের তলায় কালো দাগ দূর করতে পারিনা

দূর করতে না পারলেই বা কি

আর দূর করতে ইচ্ছে করেনা

মার দেওয়া কলেজ বেলার সেই পুরনো কানের দুল পড়েছি

ছোট লকেট থাকা সরু সোনার চেন গলায় পর

পড়েছি

হাতেও দুখানি সোনার চুড়ি সেই কলেজ বেলোর

চোখেও লাগিয়েছি কাজল তবে তা কারোর চোখে পড়ে না

লিপস্টিক নেলপালিশ লাগানো কবে থেকে যেন ছেড়ে দিয়েছি

কিসের জন্য কার জন্যই বা লাগাবো

এইটুকু না লাগালে কলেজের কমনরুমে কতই না কথা শুনতে হবে

কারোর সাথেই কেন জানিনা বেশি কথা বলতে ভালো লাগে না

সময় ছিল যখন সবাই আমার দিকে অপলক চোখে তাকিয়ে রইতো

তখন পড়তাম আমি সব ম্যাচিং কালার এর

তাইতো সে আমার নাম দিয়েছিল রঙিন প্রজাপতি

সত্যিই আমি রঙিন প্রজাপতির মতো ঘুরে বেড়াতাম আমার মন উপবনে

চারদিকে পলাশের রং

তার প্রতিটি কথা আমার মনে নেচে উঠতো স্বপ্ন তরঙ্গ 

কিছু দিন দেখা হলো না তাতে কিবা হলো

মন ছটফট করে কিছুতেই মন লাগে না

ফোন করলাম

উত্তর পেলাম দু'একদিনের মধ্যেই দেখা হবে

এল সে হাতে নিয়ে নিমন্ত্রণ পত্র খানি

বলল বাবা নাকি তার মৃত্যুশয্যায়

তোমার ইচ্ছাতেই ওকে বিয়ে করতে হবে

বুঝতে পারলাম না কী উত্তর দেবো

হঠাৎ রঙিন প্রজাপতির ডানা কেটে গেল

পায়ের তলার মাটি খসে গেল

টানা এক সপ্তাহ ছুটি নিলাম

ঘরে বসেই কান্নায় ভাসলাম 

চাকরি বাঁচাতে কলেজে এলাম

অতীতকে ভোলার খুব চেষ্টা করলাম স্বপ্নেতে

সেখান থেকে এখন দূরে আছি

কারণ সেটা আমার জন্য শুধু একটি নিষিদ্ধ এলাকা বই আর কিছু নয় ।।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy