STORYMIRROR

Susmita Goswami

Tragedy Inspirational

5  

Susmita Goswami

Tragedy Inspirational

কারণ আমি মেয়ে

কারণ আমি মেয়ে

2 mins
7.8K


আমি মেয়ে, তাই চাইলেই ইচ্ছা প্রকাশ করতে পারি না 

আমি মেয়ে ; তাই হয়ত বলতে হয় আমার তেমন কিছুই চাই না। 

আমি মেয়ে ; তাই জন্য আমার নিজের বাড়ি নেই

প্রথমে বাবার বাড়ি তারপর শ্বশুরবাড়িতে আমার ঠাঁই!

আমি মেয়ে ; তাই ১৮ হতে না হতেই আমাকে বিদায় করে পরিবার 

আরে আমি মেয়ে বলেই তো আমার নেই স্বাধীন হবার অধিকার!  

আমি মেয়ে, তাই পড়াশোনার থেকেও শিখতে হয় রান্না বান্না 

শ্বশুরবাড়ি তে গিয়ে করতে হবে না ঘরকন্না! 

দাসীবৃত্তি, বেশ্যাবৃত্তি এই তো মেয়ের চাকরি!

আমি মেয়ে, তাই সব মুখ বুজে সহ্য করতে করতে মরি! 

মেয়ে সন্তানের স্বপ্ন দেখা, মেয়ে সন্তানের ইচ্ছা! 

সুযোগ দিলেই তো মেয়ে করবে কেচ্ছা! 

রাস্তা দিয়ে সাবধানতা, পোষাক আশাকে মান্যতা 

তবুও যে পুরুষের তৃপ্তি মেটাতে হতে হয় ধর্ষিতা! 

আমি মেয়ে তাই আমাকে মোটা হতে নেই 

মোটা হলে ,আমার কপাল আমার জানা নেই 

রোগা হলে বলবে সবাই, বিয়ে হবে কি করে ?

খাটাখাটনি, সেবাযত্ন কে করে দেবে ওরে? 

কালো মেয়ে আবার মানুষ নাকি, সাক্ষাত একটা পেত্নী !

কেন ভাবো না, মা

কালীও তো কালো, যিনি সবার নিস্তারিণী! 

মেয়ে বলেই বড় মাছ কখনো কপালে জোটে না! 

বলতে গেলেই, নজর দিচ্ছ! তোমার ভালো হবে না! 

বাপের বাড়ি, শ্বশুরবাড়ি দুইবাড়িতেই মেয়ে

অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে থাকে চেয়ে! 

কিন্তু শেষে, স্বপ্ন ভেঙে ছাই হয়ে যায় সব! 

প্রাণহীন সেই মেয়ের দেহ ভোগ্যা এক শব! 

আরে আমি মেয়ে; কণ্যাভ্রুণ শেষ তো হবেই

ধর্ষিতা তো হবেই 

হবেই তো বেশ্যা! 

দোষের ভাগীদার, পাপের বোঝা, লালসা ও কামনার কামিনী 

হতে তো হবেই নানা গালির অধিকারীনি! 

সারাসমাজের ভোগ্যা হবে 

কারণ আমি মেয়ে !

কারণ আমি মেয়ে !!

কারণ আমি মেয়ে!!!

সমাজের কাছে প্রশ্ন আমার ,

মেয়ে যদি হয় এতোই জ্বালার! 

মাতৃশক্তি কোথায় রবে? 

সন্তান জন্ম কে দেবে? 

পুরুষের জ্বালা মিটবে কিভাবে? 

ধর্ষন তাহলে কাকে করবে? 

পুরোহিত সেজে মাতৃপূজা 

সেই তো দেবে কন্যাসাজা! 

দুর্গা, কালী, লক্ষ্মী, সতী

ঘরের বধূর অকাল নিয়তি! 

কারণ তিনি মেয়ে! 

কারণ আমি মেয়ে! 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy