STORYMIRROR

💖Susmita Goswami💖

Tragedy Crime Others

3  

💖Susmita Goswami💖

Tragedy Crime Others

সভ্যতার অবক্ষয় !

সভ্যতার অবক্ষয় !

1 min
218

একদা গুহায় , অরণ্যে থাকত যারা

আদিম যুগের মানুষ ছিল তারা ।

তখন বেঁচে থাকার তরে

আদিম মানুষ করত

লড়াই পশুর সনে।

বুদ্ধিবলে পেল একদিন

তারা আলোর দিশা ।

অরণ্যের ঠিকানা পিছনে ফেলে

তারা বসত গড়ল নদীর কূলে ।

কর্ষন করল মাটি , ফলাল ফসল

যেন নবযুগ জগতের সূচিত হল ।

ক্রমশঃ সভ্য হল মানুষ

লোপ পেল তাদের সমস্ত হুঁশ

— বাধাল সাম্রাজ্য বিস্তারের লড়াই

 সেই লড়াই - এ কারো মুখে ফুটল হাসি , কারো বা কান্নায় বানভাসি ।

কোনো দেশ হলো স্বাধীন ,

আবার কোনো দেশ পরাধীন ।

পরাধীনতার গ্লানি মোচন করতে

জন্মালেন বহু মনীষী ,বিপ্লবী এ পৃথিবীতে।

কেউ গাইলেন মানবতার জয়গান ,

কেউ বা দেশের তরে রাখলেন জীবন পণ । অবশেষে রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা কিন্তু চিরতরে হারালো মানবতা ।

আজ সভ্যতার গর্বে মানুষ গর্বিত

তাই হারাতে বসেছে শিষ্ঠতা , ভব্যতা । অবক্ষয়িত সমাজে , নীতিহীনতার সভ্যতা।

চলমান চারিদিকে শকুনেরা

ওৎপেতে আছে যেন

কখন মহাকাল এসে পৃথিবীতে ঘটাবে প্রলয়। সেই প্রলয়ের স্তূপ থেকে

— লোভনীয় আহার সংগ্রহ করে

—তাদের বাসনাকে করবে পরিতৃপ্ত ।

সভ্যতার এই চরম সংকটময় কালে ছাত্রসমাজ , যুবসমাজকে জাগতে হবে । তারাই পারবে মানবতার মন্ত্রে

দীক্ষিত হয়ে অবক্ষয়িত সমাজকে বাঁচাতে 

আর অশুভ শক্তিকে বিনাশ করতে । 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy