STORYMIRROR

💖Susmita Goswami💖

Romance Tragedy Fantasy

4  

💖Susmita Goswami💖

Romance Tragedy Fantasy

প্রেম!

প্রেম!

1 min
275

প্রেমে আমি পড়ব না 

কিছুতেই প্রেমে পড়ব না!

পড়িও যদি তবু কখনো 

হাত তার ধরব না।। 

হাত ধরার পরেই যদি, 

করে সে অবহেলা ?

তখন সেই ব্যথায় তো

আমার হৃদয় হবে ফালাফালা! 

না না না না না না না 

প্রেমে আমি পড়ব না 

কিছুতেই প্রেমে পড়ব না! 

পড়িও যদি তবু কখনো

ভালোবাসি বলব না।।

ভালোবাসি বলার পরেই যদি 

সে আসায় ঘৃণা করে?

তখন তো সেই গভীর শোকে 

আমিই যাবো মরে! 

না না না না না না না 

প্রেমে আমি পড়ব না 

কিছুতেই প্রেমে পড়ব না! 

পড়িও যদি তবু কখনো 

জড়িয়ে তারে ধরব না।।

জড়িয়ে ধরার পরেই যদি সে

আমাকে যায় ছেড়ে চলে?

তখন আমার হবে কি 

আমি তো ডুবব সাগর অতলে! 

না না না না না না 

প্রেমে আমি পড়ব না

কিছুতেই প্রেমে পড়ব না!

এত প্রতিজ্ঞা সত্বেও

তাকে ঘৃণা যে করতে পারি না !

ভালোবেসে তাকে আমি 

আজ আর বাঁচব না ।।

না না না না না না 

আজ আর বাঁচব না 

আমি আজ আর বাঁচব না! 



Rate this content
Log in

Similar bengali poem from Romance