STORYMIRROR

💖Susmita Goswami💖

Abstract Tragedy Others

4  

💖Susmita Goswami💖

Abstract Tragedy Others

টাকা

টাকা

1 min
391

টাকা বড় অদ্ভুত! 

কখন কারে কীভাবে বাঁচায়! 

কখন কারে কীভাবে নাচায়! 

বোঝাই যায় না কিছু। 

যার আছে প্রচুর টাকা

সে অন্যায় করেও পেয়ে যায় পার

আর যার নেই কোনো কিছু 

সে অন্যায় না করেও পায় অত্যাচার! 

যার ঘরে থাকে প্রচুর খাবার, 

যাচ্ছে ফেলা সে ডাস্টবিনে, 

সেইখানেরই খাচ্ছে খাবার

গরীব ভিখারী রাত দিনে! 

বড় বড় অট্টালিকার ভেতরে

আরামে থাকে যারা

অট্টালিকার ছায়ায় তবে

বসবাস করে কারা? 

টাকাই আসল খেলা

যার হাতে জীবন বাঁধা। 

টাকা যাদের নেই, 

তাদের জীবন জুড়েই কাঁদা!

অপরাধ বা অত্যাচার 

যাই দেখে থাকো তুমি 

টাকার চেয়ে অন্য কিছুই 

নয়কো আজ দামী! 

টাকার বদলে বাপ মাও তারা 

পারে বেচে দিতে 

হঠাৎ দেখে মরণ সামনে 

এসেছে টাকা থেকে তারে কেড়ে নিতে!  


Rate this content
Log in

Similar bengali poem from Abstract