বাস্তবধর্মী কবিতাগুচ্ছ।
বাস্তবধর্মী কবিতাগুচ্ছ।
১.শিশুদের প্রাপ্য
পূজোর সময় আড্ডা , গান Shopping,খাওয়া- দেদার Fun
রাস্তার ওই শিশুর দিকে
একবারও কী করে ফিরে তাকান?
সেই শিশুটি পথের ধারে
কাঁধে চাপানো জলের জারে
জল ভরে যায় হোটেল ঘরে
যাতে দু - বেলা খেতে পারে ।
আমরা সবাই ঘরে বসেই
রাজার মাকে ডাইনি বলি ,
বাইরের জগতে থাকলেই আমরা
চোখটা বুজে তা পথটা চলি ।
শিশুশ্রম এক নরখাদক
যে শিশুদের জীবন খায়
সেই শিশুরা আলো ছেড়ে
আঁধার দেশের যাত্রী হয় ।
পূজোর এই আনন্দেতে
করি একটাই অনুরোধ
সবাই মিলে যেন করি
শিশুশ্রম প্রতিরোধ !!
২. সরীসৃপ
আমি হলাম এবং সরীসৃপ
সর্বসাধারণের কাছে
মাথা উঁচু করে হাঁটি না ভাই
চলি অর্থের পিছে ।
আমি হলাম এক দু - পেয়ে জীব
মেরুদন্ড হীন!
বড়লোকেরা নাচায় মোরে
কারণ আমি তো এখন দীন !
লেট্টি আছে কিন্তু লাট্টু নেই
তাই মানুষ ঘোরায় মানুষকেই ;
দড়ি আছে কিন্তু বাঁদর নেই
তাই মানুষ নাচায় মানুষকেই !
কীসের মান - হুঁশ কীসেতে শ্রেষ্ঠ,
এই নরকের কীট ?
দুঃখীকে দেয় অশেষ ধোঁকা
আর গরিবেরে করে Cheat !
কী চলবে না এই সমাজে
আর কী ঘটবে না এই জীবনে
আমরা হলাম সরীসৃপ
এই সর্বসাধারণের কাছে ....
৩. মৃত রাজা জাগো!
মৃত রাজা জাগো!
চেয়ে তুমি দেখো
রাজা ছাড়া রাজত্বে
কারা থাকে দেখো।
কে দিয়েছিল করতে এদের দলাদলির অনুমতি ?
কে গড়েছিল মানুষে মানুষে যুদ্ধের প্রস্তুতি ? কে ঢুকিয়েছে এদের মাথাতে কূটনীতির আস্বাদ ?
কে চালিয়েছে এদের মনেতে নীচ সেই মতবাদ?
সঠিক জবার পাই না খুঁজে
খেলছে সবাই খেলা ;
বড়লোকের পায়ে বল দিয়ে লোকে
গরিবরে করে হেলা ।
তাইতো মোদের দরকার এক সঠিক রাজা আজও ।
মৃত রাজা জাগো !
চেয়ে তুমি দেখো
রাজা ছাড়া রাজত্বে
কারা থাকে দেখো....
৪. পৃথিবী ছুটছে
পৃথিবী ছুটছে দ্রুতগতিতে
মোরা চলেছি যে তারই সাথে
একটা বোতাম টিপলেই যে
দেখব আমরা জগৎটাকে
পৃথিবী ছুটছে আলোর গতিতে
আমরা যে সঙ্গ দিচ্ছি তাতে
দ্রুততার সঙ্গে on line এ
গণ্য চলে আসে যে বাড়িতে
পৃথিবী ছুটছে উল্কার বেগে
যুগটা চলেছে তারই সঙ্গে
সময়ের চাপে আজ যে মানুষ
ভুলে গেছে পরম সাহিত্যকে ,
ভুলেছে শ্রদ্ধেয় মনীষীদের
আর ভুলেছে প্রাচীন শিল্পকে।।
কী হবে করে ? লাভটাই বা কী ?
এখন মোরা খুব ব্যস্ত থাকি ;
কথোপকথনে বিরক্তি স্পষ্ট
জানি এতে হবে সময় নষ্ট ।
যুগের Race এ ছুটছে মানুষ
জিতবে বলে তারই আশায়
পরিবর্তনের ঝুলিটা ভরে
উপুড় করে সব ঢেলে দেয়।
কে পড়বে আর কে বুঝবে
আমার এই কবিতা?
তারা বলবে অর্থহীন
আর যতসর ছাতার মাথা !
দ্রুততার যুগে আমি বুদ্ধ
একথা স্বীকার করি
কোনো কাজ নাই , সবার মাথা খাই
বসে সে কলম ধরি ।
পৃথিবী ছুটছে দ্রুতগতিতে.......
৫. সময়ের মূল্য
বন্ধু, একটু অপেক্ষা করো
আমার তোমার কাছে যেতে আর কিছুটা পথ বাকি
আমাকে একা ফেলে রেখে কী তুমি
তোমার স্থানে চলে যাবে নাকি ?
দেখো , আমার কাছে সময় বেশি নেই
আমি এখন পারবো না তোমার জন্য অপেক্ষা করতে
আমি এখন খুব ব্যস্ত
তাই পারলাম না তোমার জন্য দাঁড়িয়ে থাকতে।
দয়া করো বন্ধু , একটু অপেক্ষা করো
পারলাম না বন্ধু আমাকে ক্ষমা করো । বর্তমানের ইঁদুর দৌড়ে কেউ কারোর জন্য নয় সদাসময় যার হাত কাঁধে থাকে , সেই প্রকৃত বন্ধু হয়।
জানিনা আজ কোনো বন্ধু এই ' প্রকৃত বন্ধু'র আখ্যা পায়?
