চাও কি তুমি?
চাও কি তুমি?


আচ্ছা, তুমি কে?
কেন তুমি আমায় ডাকো?
চাও কি তুমি?
অজানা মুখ তোমার …
লাগে ভয় আমার
আমি তো খুব ই ছোটো …
চাও কি তুমি?
মা বলে তুমি আপন কেউ …
আমি জানিনা কেন বুঝিনা সেটা …
তোমার হাতের ছোঁয়া কষ্ট দেয় আমায়
তুমি কে?
চাও কি তুমি?
আমি তো খুব ই ছোটো …
বোঝোনা কি সেটা?
তোমার দৃষ্টি বেঁধে আমার বুকে …
তোমার ছোঁয়া কষ্ট দেয় মোরে।
কেন তুমি আমায ডাকো?
চলে যাও ….যাও চলে …
আমি বড্ড ছোটো।