কেন বলতো?
কেন বলতো?


আকাশ আজ বড় খুশি,
কেন বলতো?
আসবি যে তুই, তাই।
বাতাস আজ বড় মিষ্টি,
কেন বলতো?
গন্ধ যে তোর আসে, তাই।
গাছগুলো আজ মেতে রয়েছে,
কেন জানিস?
তোর আসার ধ্বনি তাদের কানে পৌঁছেছে, তাই রে তাই।
মনমরা সেই কাঠবিড়ালীটা নাচছে দেখ কেমন,
কেন রে?
ওমা, ময়ূরটাও তো কি আহ্লাদে,
পেখম মেলবে নাকি?
তা নয় মেলুক, তুই আসবি যে, তাই।
আয় রে আয়, এবার নেমে আয় …
সকলে আমরা মুখর হয়ে আছি,
ওরে বৃষ্টি, নাম এবার, নেমে আয় ...এবার নেমেই আয়।