কেন এমন হয়?
কেন এমন হয়?


স্কুল যাই না আর
খেলিনা আর আমি
টিফিন আর দেয়না মোরে মা …
বন্ধুহীন আমি।
কেন এমন হয়?
নাগো, আমি মেয়ে নই …
তুমি ভাবো কেবল মেয়েরাই পায় কষ্ট?
আমি তো ছেলে ...অতি ছোট একটি ছেলে।
আজ আমার স্বপ্ন নেই, নেই কোনো ভালোলাগা …
শেখায় আমায় ওরা স্বপ্নকে নিজের মারা।
মা খায় এক মুঠো ভাত, বাবা খায় আধা রুটি …
বোনটা আমার বড্ড রুগ্ন ...কি খায় কিজানি?
ও বলে মোদের নাকি পয়সা নেই, সে কি কথা?
পয়সা কেন থাকেনা? কেন আমাদেরই থাকেনা?
কেন আমরাই গরিব? কেন আমাদের বাবারাই চাকরি হারায়?
কেন এমন হয়?
আজ কি কেবল জল খেয়েই ঘুমাবো