মেঘের আড়ালে
মেঘের আড়ালে


কিছু কথা আমার তোমার
মেঘের আড়ালে হারিয়ে যায়
বৃষ্টি কি আর নামবে আজ?
কিছু কথা শুধু আমার, যা
তোমার কাছে যেতে চায়...
কিন্তু সে যে হারিয়ে গেছে সেই মেঘের আড়ালে
বৃষ্টি কি আর নামবে আজ?
তোমায় কি আর ছোঁবে সেই প্রথম শ্রাবনের ধারা?
বলবে কি সে তোমায় আমার ভালোবাসা?