জানিনা ...তবে খুঁজি
জানিনা ...তবে খুঁজি
আজও আমি তোমায় খুঁজি
কোথায়? কেন? কিভাবে?
জানিনা ...তবে খুঁজি।
দূরের আলোয় তোমায় দেখি …
কাছের রোশনীতে বুঝি সেতো চোখের ভুল …
কেবল ই একটা চোখের ভুল।
তুমি কি আছো? তুমি কি ছিলে?
কোথায় ছিলে তুমি? মনে আমার?
নাকি চোখের ভুলে?
কেবল ই একটা চোখের ভুলে?