চল যাই
চল যাই


চল যাই ...সেথায় যেথায় আর কেউ নাই
সেথায় যেথায় আমি আর তুই ছাড়া আর কেউ নাই।
চল চলে যাই সেথায় যেথায় মুক্ত বাতাস ডাকে মোদের
সেথায় যেথায় আমি তুই একা ….এক … আর মোদের ভালোবাসা,
সে কাউকে উদ্দীপ্ত করেনা, ঘৃনাকে আহ্বান দেয়না আর আমাদের কষ্ট দেয়না।
চল না, যাই সেথায়। চল না চলে যাই, যাই এবার ….
আর কত অত্যাচার সইব?ওরা যে ভালোবাসা বোঝেনা রে,
চল রে যাই, চলে যাই …
সেথায় যেথায় আমি আর তুই ছাড়া আর কেউ নাই।