আমাদের গল্প
আমাদের গল্প
জীবনের অস্তাচলে তাকিয়ে
কপালের সুদীপ্ত বলিরেখাটি বিলাপ করে,
আমি তা সহ্য করি;
জীর্ণ বিদীর্ণ স্মৃতিজড়িত বসনখানি রিক্ত বলে
শক্ত করে হুমকি দেয় বারবার,
আমি তাও সহ্য করি।
আমাদের অপূর্ণ ইচ্ছাসুখগুলো বিদ্রোহী হয়ে
আমার বিরুদ্ধে শ্লোগান দেয়,
আমি তা মেনে চলি ;
হিমস্নাত মুহূর্তগুলো বয়োজীর্ণ বেঁকে গিয়ে
আবোল-তাবোল বকে সারাক্ষণ,
আমি তাও মেনে চলি ।
হৃদয়ের গভীর নীলতলগুলো অগ্নিদীপ্ত হয়ে
খসে খসে পরছে অনেককাল গভীরে ,
আমি তাও অনুভূতিহীন;
রৌদ্রদীপ্ত মনোভাবগুলো প্রতিপক্ষ হয়ে
লাফিয়ে লাফিয়ে আঘাত করছে,
আমি তাও
অনুভূতিহীন।
তন্দ্রাহীন রজনীযোগের অবশিষ্টাংশ উন্মাদ হয়ে
আঁতকে আঁতকে আক্ষেপ করে,
আমি অবিচলিত থাকি;
নিরস্র চাওয়াগুলো মস্তিষ্কে রক্তজল ঢালে
নাড়িয়ে নাড়িয়ে ঝাঁজরা করে,
আমি তাও শান্ত থাকি।
বিশ্বাসঘাতী কন্ঠের শব্দকোষগুলো দৃঢ় হয়ে
অক্ষমতার কারণ জানতে চায়,
আমি নীরব থাকি;
প্রশ্নদৃষ্টির চোখগুলো সোচ্চার প্রতিবাদী হয়ে
উত্তর জানতে চায় বারবার,
আমি তাও নীরব থাকি।
সকলেমিলে সমবেতভাবে একটি উত্তর জানতে চায়-
"একটাই গল্প, তাও আবার এতো অল্প?"
আমি চোখ বন্ধ করে অস্ফুটে বলি-
"হ্যাঁ, এটাই আমাদের অসম্পূর্ণ গল্প।"