আগুন লুকিয়ে আছে নিভে যাওয়া প্রেমে
আগুন লুকিয়ে আছে নিভে যাওয়া প্রেমে


চিবুকের নীচে গুপ্তধন।
কান্নার ভেলা উঁকি ঝুঁকি মারে।
গাছ-কোমর শাড়ী জড়িয়ে আছে-
শীতঘুম স্নাত অজগরের মত।
শরীরের অলস সন্ধিস্থলে,
স্বেদলিপ্ত সরীসৃপ গড়াগড়ি খায়।
দুচোখের তারায় সান্ধ্যানিকের শিখা-
দপ করে জ্বলে, মিলিয়ে যায়।
সবার অলক্ষ্যে সূচনা দাবানলের।