STORYMIRROR

Joydeep Chakrabortty

Abstract Tragedy Fantasy

3  

Joydeep Chakrabortty

Abstract Tragedy Fantasy

মেয়েটি গোলাপ ভালোবাসতো

মেয়েটি গোলাপ ভালোবাসতো

1 min
133


এক বিছানা লাল গোলাপের পাপড়ি,

চরিয়ে আছে দগদগে ঘা-এর মতো।

অদৃশ্য কাঁটার ক্ষত, মুছতে অপরাগ -

বিনিসুতো। দোল খায় ঝুল বারান্দায়।

কৌতুহোলি চোখেরা, তাল মেলাতে পারেনা-

আগ্রহী পা-এর সাথে। দেয়ালের সাথে আজ,

বড় সখ্যতা নির্লজ্জ কানের। 


লোভী প্রেমিকের মতো ধোঁকা দেয় -

আর্দ্র বাতাস। মুছতে দেয় না -

যন্ত্রণার রেখা। শরমের বোরখা ছিঁড়ে,

উল্লাস করে। হুমড়ি খেয়ে বিছানায় খোঁজে,

তোমার কুমারীত্বের প্রমান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract