বিদ্রোহ
বিদ্রোহ
বার্তা ভেজানো ভারী বাতাস
মাথা ঠোকে মনের দরজায়।
একটা সোঁদা গন্ধে সচকিত শিরার দল,
শুরু করে লং-মার্চ।
ঠিক দলবদ্ধ নয়, কিছুটা হুড়োহুড়ি।
নেতৃত্বহীন আগুন, ছড়িয়ে পড়ে দাবানলের মতো।
বার্তা ভেজানো ভারী বাতাস
মাথা ঠোকে মনের দরজায়।
একটা সোঁদা গন্ধে সচকিত শিরার দল,
শুরু করে লং-মার্চ।
ঠিক দলবদ্ধ নয়, কিছুটা হুড়োহুড়ি।
নেতৃত্বহীন আগুন, ছড়িয়ে পড়ে দাবানলের মতো।