বিষ পেয়ালা
বিষ পেয়ালা
1 min
1.3K
কেন তুলে নাও বিষের বোতল
জঠোরে জ্বেলে দাও আগুন ?
মাদক মদেতে হয় কি অবসন্ন,
তোমার আছে যত--
সংজ্ঞাবহ স্নায়ু তন্ত্র ?
কি সেই নেশাতুর অনুভূতি?
মস্তিষ্ক ঘুমায় তখন
ক্লান্ত, ভাবনাহীন, অচেতনে?
নাকি মৃত্যুর আলিঙ্গনে
ধেয়ে চলে ভাবনারা সব !?
কোন্ মুক্তির পথ খোঁজ
সুরা পেয়ালা হাতে ?
নিজেই হারাবে দেখ, একদিন
অস্তিত্ব সব--
নিজেরই অজ্ঞাতে !!!