খুলে দাও::
খুলে দাও::


তোমার অনুভূতি সব রেখোনা
তালা দিয়ে বন্ধ সিন্দুকে ,
একাকীত্ব আনবে বয়ে বিষাদ
তোমার জীবনে ----
আর এই বিশাল চরাচরে
বেঁচে রবে তুমি কেবলই
রিক্ত "তুমি" হয়ে !!
ওই দেখো পাখিরা কেমন
কলকোলাহলে মেলেছে ডানা আকাশে -----
ওদের গুঞ্জনে ঘুম ভাঙ্গে পৃথিবীর
ওরা মুক্ত , ওরা বন্ধনহীন ,
ওরা স্বাধীন চেতনায় ----
মাটির পানে চেয়ে দেখো
ফুলেরা কেমন বিলিয়ে দিচ্ছে
রংবেরঙের শোভা --
অকাতরে নিজেকে উজাড় করে -!
তুমি কেন নিজেকে বন্দী করেছো
হতাশার খাঁচায় ?
একবার খুলে দাও চাবি তার
দেখবে কান্নার শেষে
হাসি আর বিস্ময়ে দিগন্ত ছোঁবে
তোমার চেতনা ----।