STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

5  

Partha Pratim Guha Neogy

Inspirational

আজকের নারী

আজকের নারী

1 min
1.1K

নারী তুমি নও সরল অবলা,

গৃহিনী রূপে নও তুমি চির বন্দিনী;

হতে পারো তুমিও অশ্বারোহী

নয়তো শুধুই বাহক, এক বিদ্রোহী ।

চির চেনা কান্না বুকে মেখে

কেন রবে হয়ে দুঃখারোহী? 


নারী তুমি পারো হতে বিমানের পাইলট

পারো হতে বিচারালয়ের জজ 

নিপুণ হাতে পারো পরিচালনা করতে 

ঘর অথবা দেশের রাজ । 


নারী তুমি জয়ী

এভারেস্টের চূড়ায় করে পদার্পন

নিজের হাতে পতাকা গেঁথে 

বাড়াও দেশের গৌরব সন্মান । 


নারী তুমি হও প্রযুক্তিবিদ ,চিকিৎসক ,

আইনজীবী 

থাকো স্বলাজে,লাগাও হাত সব কাজে

বাড়াও দেশের অহংকার না হয়ে পরজীবী। 


নারী তুমি শিক্ষক হয়ে

গড়ালে শিক্ষার বলয়,

নিপুণ হাতে সুগঠিত করলে জাতি

যতই আসে আসুক মহাপ্রলয়। 


নারী তুমি পারো মন্ত্রীপ্রধান হয়ে

পরিচালন করতে বিশাল দেশ 

তোমারই পাশে রবে অহঙ্কারী পুরুষ

যারা তোমাতে পায় না অহংকারের রেশ । 


নারী তুমি হও কালজয়ী

লেখকের উপন্যাস,

তোমাকে ঘিরে হাজার কল্পকাহিনী

আর শিল্পীর কল্পনার চিত্রবিন্যাস। 


নারী তুমি নও বাবার বোঝা

তুমি যে মায়ের অহঙ্কার,

যদি পারো তুমি কবি হতে

সাজাতে পারবে কবিতা দিয়ে মনের অলঙ্কার। 


হতে পারো তুমি বঙ্গ ললনা

তোমার শত রূপ,,,

তুমি নও পুরুষের খেলনা।

নারী তুমি সন্তান লাভে

তৃপ্ত তোমার যদি মাতৃত্ব

সুসন্তান গড়ে তুমিই পেলে 

শ্রেষ্ঠ মায়ের কৃতিত্ব। 


নারী তোমায় জানাই হাজারো সালাম,,

আমার শত শ্রদ্ধা সব তোমায় দিলাম।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational